বিলাইছড়িতে ৫দিনের আচার ও চিপস প্রক্রিয়াকজাতকরণ প্রশিক্ষণের উদ্বোধন

Published: 03 Sep 2018   Monday   

রাঙামাটির বিলাইছড়িতে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোমবার থেকে পাচ দিন ব্যাপী আচার ও চিপস প্রক্রিয়াকজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।


স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় ও বিলাইছড়ি উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুপর্ণা বাড়ৈ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জাইকা উপজেলা ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা। পাচ দিনের এই প্রশিক্ষণ কোর্সে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ছেন।


বক্তারা অংশ গ্রহনকারী প্রশিক্ষণার্থীদেরকে সঠিক মনোনিবেশের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করার আহবান জানান। যাতে করে আতœকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত