কাপ্তাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন

Published: 04 Sep 2018   Tuesday   

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফকে  হয়রানী মূলক মামলায় জড়ানো এবং তার নিকট টাকা পাবে মর্মে পরিষদের প্যাডে অঙ্গীকার নামা লিখাসহ স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে  তার সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদে মঙ্গলবার সাংবাদ সম্মেলন করা হয়।

 

কাপ্তাই ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য সজিবুর রহমান।  এময় ইউপি সদস্য সমলেন্দু বিকাশ দাশ, আবু সালেহ, সুইউপ্রু মারমা সুপ্রিয়, আবদুল আহাদ সেলিম, নবীন কুমার তনচংগ্যা, জাহেদুল ইসলাম, রুপা তনচংগ্যা, জোবেদা আক্তার লাভলী, সুজয় বিকাশ চাকমা, মহিন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন, অবঃ সার্জেন্ট হাজী কবির আহম্মদ, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, মোঃ কবির হোসেন, নুর হোসেন মামুন, আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন ।

 

লিখিত বক্তব্যে বলেন, ব্যাংছড়ি মুসলিম পাড়া নিবাসী দেলোয়ার হোসেন ওরফে নফর আলী (৫৩) পিতাঃ মোঃ মনোহর আলী গত ২৫ জুন ২০১৮ইং একটি লিগ্যাল নোটিশের মাধ্যমে জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ  বিভিন্ন সময় তার কাছ থেকে নগদ অর্থ ও মালামাল ক্রয় বাবদ সর্বমোট ১৩ লাখ ৪৬ হাজার   টাকা নিয়েছেন। উক্ত টাকা আদায়ের লক্ষ্যে নফর আলী রাঙামাটি জেলা চীফ জুডিসিয়াল আদালতে ২৮/০৮/২০১৮ইং তারিখে একটি হয়রানী মূলক মামলা দায়ের করেন। এছাড়া উক্ত নফর আলী চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি ও ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ইউনিয়ন পরিষদের প্যাড ব্যবহার করেন। এ ধরনের মিথ্যা, হয়রানী মূলক মামলা ও স্বাক্ষর জালিয়াতির প্রতিবাদে ইউপি সদস্যরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

 

লিখিত বক্তব্যে ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আরোও বলা হয়, দায়েরকৃত মামলাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।  অভিযোগকারী নিজেই একজন মাদকাসক্ত, ঝগড়াটে, ভুমিখেকো, সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।

 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এক প্রশ্নের জবাবে বলেন, নফর আলীর সাথে আমার অর্থের লেনদেন হলে সেটা আমাদের ব্যবসায়িক প্যাডেই চুক্তিনামা হবে, অঙ্গীকার নামা নয় এবং পরিষদের প্যাডেও নয়। নফর আলী অঙ্গীকার নামা প্যাড এবং আমার স্বাক্ষর জালিয়াতি করে মিথ্যা প্রমাণ সৃষ্টির পাঁয়তারা করছে বলে আমি মনে করি। 

 

এ বিষয়ে দেলোয়ার হোসেন ওরফে নফর আলীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন আমার পাওনা টাকা না দেয়ার জন্যই তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছেন। তাদের এসব অভিযোগ শুধুমাত্র পাওনা টাকা না দেয়ার জন্যই করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত