এক যুগ পর লামায় পাহাড় কাটা বন্ধে প্রশাসন মাঠে নেমেছে

Published: 04 Sep 2018   Tuesday   

লামা উপজেলায় আশংকাজনক হারে পাহাড় কাটা বৃদ্ধি পাওয়ায়  মঙ্গলবার লামা উপজেলায় অবৈধভাবে পাহাড় কর্তন প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা` অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে  পরিষদ হল রুমে মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমি। মতবিনিময় সভায় উপজেলা  উপজেলার  হেডম্যান, কারবারী ও সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

৩০৬ নং ফাইতং মৌজার উম্রামং মার্মা ও আজিজ নগর ইউপির ৬নং ওয়ার্ডের রোকন  উদ্দিন মেম্বার বলেন, ফাইতং ইউনিয়নে গত এক যুগেরও সময় ধরে পাহাড় কাটা চলছে। তার কারণে শতশত পাহাড় কেটে সাবাড় করে দিয়েছে।  ২০০৩ সাল থেকে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ইটভাটা স্থাপন শুরু হয়। বর্তমানে ফাইতং ইউনিয়নে ২৪ টি ইটভাটা রয়েছে। নতুন করে চলতি বছর আরো পাঁচটি ইটভাটার স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এ ইটভাটার কারণে, ইউনিয়নের সকল কাঁচা-পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ইটভাটাগুলোর বিরোদ্ধে প্রশাসনের কাছে অনেক অভিযোগ দিয়েছি। এ পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

 

উপজেলার গজালিয়া ইউপি`র চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, ইটভাটা গুলোর মালিকরা অনেক প্রভাবশালী। তারা ইউনিয়ন পরিষদের কোন আইনও মাননেনা। তারা শতভাগ বনের গাছ আর পাহাড়ের মাটি দিয়ে ইট পুড়িয়ে যাচ্ছে। তিনি মাটি কাটা বন্ধ করা গেলে প্রতিবছর পাহাড় ধ্বস ও পরিবেশ রক্ষা করা যাবে বলে যানান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেষে নুর এ জান্নাত রুমি বলেন, লামা উপজেলায় ইতিপূর্বে অবৈধভাবে অনেক পাহাড় কাটা হয়ে গেছে। আর এক কোদাল মাটিও পাহাড় থেকে নেওয়া যাবে না। লামা উপজেলায় ৩০ টি ইটভাটার মধ্যে কোন ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা  জেলা প্রশাসনের অনুমতি নেই। কোন রকম বৈধ কাগজ পত্র না থাকা সত্বেও ইটভাটার মালিকরা দীর্ঘ ১০ বছর ধরে স্কেভেটর দিয়ে পাহাড় কেটে সাবাড় করে দিয়েছে অনেক পাহাড়। পাহাড় কাটা সম্পূর্ণ বন্ধ  লামা উপজেলা প্রশাসন মাঠে নেমেছে।

 

তিনি আরো বলেন, ইতোমধ্যে  গেল ২৯ ও ৩০ আগষ্ট লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর মিলে নতুন তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মাটিকাটার স্কেভেটরসহ ইত্যাদি ষড়ঞ্জাম জব্দ করা হয়েছে। এ সঙক্রান্ত  তথ্য দিতে প্রমাসনকে সহায়তা কামনা করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত