খাগড়াছড়িতে প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও শিক্ষকদের নিরাপদ কর্মস্থানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

Published: 05 Sep 2018   Wednesday   

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বার্ষিক শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও শিক্ষকদের নিরাপদ কর্মস্থানের দাবিতে  বুধবার খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) খাগড়াছড়ি শাখার উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন কর্মসূচিতে স্বাশিপ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।

 

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। সে শিক্ষকরা তাদের পরিবার পরিজন নিয়ে অর্থ কষ্টে দিনযাপন করছে। দ্রব্যমূল্যের উধ্বগতির সাথে মিল রেখে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বার্ষিক শতকরা ৫ ভাগ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত