বিলাইছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন

Published: 05 Sep 2018   Wednesday   

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট  (অনুর্ধ্ব-১৭)ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কেংড়াছড়ি ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

 

বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিলাইছড়ি স্টেডিয়ামে আয়োজনে খেলায় বিলাইছড়ি ইউনিয়ন বনাম কেংড়াছড়ি ইউনিয়ন অংশ গ্রহণ করে। টান টান উত্তেজনাকর ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে উভয় পক্ষ দুটি করে গোল হজম করে। এ অবস্থায়  খেলা  ২-২ গোলে ড্র হওয়ায় ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত পেনাল্টি শোটে কেংড়াছড়ি ইউনিয়ন বিলাইছড়ি ইউনিয়নকে ৭-৫ ব্যবধানে পরাজিত করে কেংড়াছড়ি ইউনিয়ন চ্যাম্পিয়নশীপ অর্জন করে।

 

এসময় খেলা উপভোগ করার জন্য উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসিফ ইকবাল,উপজেলা আ’লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক এস,এম শাহীদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা ও কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমা। এবং আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও সেরা খেলোয়ারের মাঝে ট্রপি তুলে দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত