কাপ্তাইয়ে গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়ায় ফুটবলে কাদেরী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান

Published: 08 Sep 2018   Saturday   

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে ৪৭ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়।

 

শনিবার কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ট্রাইবেকারে ৪-২ গোলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে রাংগামাটি জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করে।

 

এদিকে বৃহস্পতিবার একই মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়। হ্যান্ডবলে বালক বিভাগে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ট্রাইবেকারে ৪-৩ গোলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অপরদিক হ্যান্ডবলে বালিকা বিভাগে শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয় ২-০ গোলে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়।

 

 খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্ট এর সভাপতি কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন।  এতে  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মো: নুর,কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এর সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে ফাইনাল খেলা পরিচালনা করেন কল্যান তনচংগ্যা, সহকারী হিসেবে ছিলেন আব্দুল কাদের এবং সেতু মারমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত