পাহাড়ে সংঘাতের জন্য প্রসিত খীসার ইউপিডিএফ দায়ী অভিযোগ গণতান্ত্রিকের

Published: 11 Sep 2018   Tuesday   

প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের  উদ্যোগে ৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে সদ্যগঠিত ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

 

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত প্রেসব্রিফিংকালে ইউপিডিএফ গণতান্ত্রিক এর নেতারা জানান, ঢাকার ওই সম্মেলনে নানিয়ারচর উপজেলার এলাকবাসীর নাম ব্যবহার করে যেসব অভিযোগ করা হয়েছে তার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। 

 

প্রেসব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন দলের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমা। এসময় কেন্দ্রীয় সদস্য আলোকময় চাকমা উপস্থিত ছিলেন।

 

প্রেস ব্রিফিংকালে পার্বত্য চট্টগ্রামের চলমান বিভিন্ন বিষয়ে কথা বলেন দলের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমা। তিনি পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ হওয়া জরুরী বলেও মত দেন। তার অভিযোগ, শুধুমাত্র প্রসিত খীসার ইউপিডিএফই পাহাড়ে সংঘাতের জন্য দায়ী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত