এমএন লারমার ৭৯ তম জন্ম দিবস উপলক্ষে রাঙামাটিতে চিত্রাংকন প্রতিযোগিতা

Published: 14 Sep 2018   Friday   

পার্বত্য চট্টগ্রাম জনসংতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ মানবেন্দ্র নারায়ন লারমার ৭৯তম জন্ম দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


জেলা শিল্পকলা চত্বরে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন জনসংহতি সমিতির নেতা সত্যবীর দেওয়ান। এসময় জনসংহতি সমিতির নেতা শরৎ জ্যোতি চাকমা, ত্রিজিনাদ চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমা, চিত্র শিল্পী শংকর চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। চিত্রাংকন প্রতিযোগিতায় কয়েশ শিশু অংশ নেয়।


মানবেন্দ্র নারায়ন লারমার ৭৯ তম জন্ম দিবস উপলক্ষে কাল শনিবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।


উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির মহাপ্রুম এলাকায় জন্ম গ্রহন করেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের হাতে তার আট সহযোগীসহ তিনি নিহত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত