রাঙামাটিতে মা সমাবেশের আয়োজন

Published: 15 Sep 2018   Saturday   

শনিবার রাঙামাটিতে  মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চত কারণে সামাজিক কর্মসূচীর আওতায় উপজেলা পর্যায়ে   বিশাল মা সমাবেশের আয়োজন করা  হয়েছে।

                      

"মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা " এ স্লোগান কে সামনে রেখে  জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মা সমাবেশে প্রধান অতিথি  ছিলেন    জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

 

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক   মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা,  জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোরশেদ আলম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম।উক্ত মা   সবাবেশে হাজারো মা অভিভাবক অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা   ত্রিরত্ন চাকমা, এতে আরো বক্তব্য রাখেন,অভিভাবক লিপি  চাকমা, বালুখালী ইউনিয়ন চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, এডিপিও রবিউল আলম, ডিপিও মোঃ মোরশেদ আলম। পরে অভিভাবকদের নিয়ে মুক্ত আলোচনা করা হয়। মুক্ত আলোচনা পর্বে অভিভাবকরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। 

 

প্রধান অতিথি বক্তব্যে  জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে এগোচ্ছে, অভিভাবকদের উদ্যেশ্য করে বলেন ছেলে মেয়েদের  মেধা বিকাশের জন্য পাঠ্য বই অভ্যাস করে সৃজনশীলতা বৃদ্ধি করতে হবে।এছাড়া তিনি বলেন  ছেলে মেয়েদের শুধু বিদ্যালয়ে পাঠালে দায়িত্ব সেখানে শেষ নয়,  বিদ্যালয় ছুটির পর কোথায় কি করছে  তা লক্ষ রাখতে হবে এদেশকে মাদক মুক্ত ও বাল্যবিবাহ রোধ করতে হবে এবং  বিদ্যালয়ের বিভিন্ন  সমস্যা থাকলে  বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।

 

তিনি আরো বলেন,বিদ্যালয় উন্নয়নের জন্য সারদেশে বিভিন্ন বিদ্যালয়ে উন্নয়নের জন্য নানা শিক্ষা কর্মসূচী হাতে নিয়েছেন। কাজেই বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ২০৪১ সালের মধ্য বর্তমান সরকারে রুপ কল্পে উন্নত দেশ হিসেবে রুপান্তর করবো। এ দেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরনে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা তাই সবাইকে  সরকারে যে উন্নয়নের কল্প ধরা  এবং উন্নয়নের গতি সামনের দিকে এগিয়ে নিতে হবে।

 

তিনি এলাকায় যদি বাল্য বিবাহ হয়ে থাকে তাহলে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনকে সাথে সাথে ৩৩৩ নাম্বারে যে কোন ফোন থেকে ফোন দিয়ে  জানানোর আহবান জানান।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত