বরকলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Published: 18 Sep 2018   Tuesday   

রাঙামাটির বরকলে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ তরিকুল ইসলাম (৪০) কে সোমবার বরকল থানা পুলিশ রাঙামাটির বনরুপা এলাকা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার  তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়,১৯৯৭ সালে বরকল উপজেলার কলাবুনিয়া গ্রামের মোঃ আবদুল সাত্তারের মেয়ে শামসুন্নাহারের সাথে বিয়ে হয় একই গ্রামের সিরাজুল ইসলামের। বিয়ের পর সিরাজুল ইসলাম স্ব পরিবারে পাড়ি জমান খাগড়াছড়িতে। সেখানে যৌতুকের জন্য দিনের পর দিন সিরাজুল ইসলাম শামসুন্নাহারের উপর চালায় শারিরীক নির্যাতন। যৌতুক না পেয়ে শামসুন্নারের পা ভেঙ্গে দেয় পাষান্ড স্বামী সিরাজুল ইসলাম ও দেবর তরিকুল ইসলাম। শামসুন্নাহারকে পা ভেঙ্গে দেয়ার পরে বাপের বাড়িতে পাঠানোর নাম করে সিরাজুলের বন্ধু আনোয়ারের বাড়িতে গোপনে আটক রেখে গুম করার টেষ্টা করা হয়।

 

পরে শামসুন্নাহারের বাপের বাড়ি থেকে বিষয়টি জানানোর পরে তার বাবা আবদুল সাত্তার খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের সহায়তায় মেয়ে শামসুন্নাহারকে পঙ্গুঁ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে বরকল থানায় জামাই সিরাজুল ইসলাম দেবর তরিকুল ইসলাম সিরাজুল ইসলামের বন্ধু আনোয়ার হোসেন ও খলিলুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শামসুন্নাহারের বাবা  আবদুল সাত্তার।

 

দীর্ঘ ২১ বছর মামলা চলার পর গেল ২৬ জুন নারী ও শিশু ট্রাইবুনাল আইনের বিচারক মোহাম্মদ কাউসার এ মামলার রায় দেন। ওই মামলায় বিজ্ঞ আদালত খলিলুর রহমানকে বেকসুর খালাস দিলেও যাবজ্জীবন সাজা দেন সিরাজুল ইসলামকে। আসামী তরিকুল ইসলাম ও আনোয়ারের সাজা হয় ৭ বছরসহ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পুলিশ আরো জানায়, গেল মাসে সিরাজুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়ে হাজতে রয়েছে। আর তার ছোট ভাই তরিকুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বরকল থানার এসআই আবদুল হাই এবং এএসআই আশরাফ হোসেনের নেতৃত্বে রাঙামাটির বনরুপা এলাকা থেকে তরিকুল ইসলামকে আটক করে। অপর আসামী আনোয়ার হোসেন বর্তমানে পলাতক রয়েছে।

 

 এ মামলার সাজার ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী ও শামসুন্নাহারের বাবা মোঃ আবদুল সাত্তার বলেন  মামলার রায়ে তিনি খুব খুশী। এ মামলার রায়ে অনেকেই শিক্ষা গ্রহন করবে। আমার মেয়ের মত যাতে আর কোন মেয়ের এ পরিণতি না হয়।

 

বরকল থানার অফির্সাস ইনচাজ (ওসি) মফজল আহম্মদ খান জানান,সাজা প্রাপ্ত আসামী তরিকুল ইসলামকে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামী আনোয়ার হোসেনকে ও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত