মহালছড়িতে শিশু ও নারী উন্নয়নে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচী

Published: 19 Sep 2018   Wednesday   

খাগড়াছড়ির মহালচড়ি উপজেলায় বুধবার  শিশু ও নারী উন্নয়নে জনসচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের উদ্যেগে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের চৌধুরী পাড়ায় অংজাপ্রু কার্বারী বাড়ির  প্রাঙ্গনে  উঠান বৈঠকে অতিথি ছিলেন ইউপি সদস্য শান্ত মারমা ও চৌধুরী পাড়া গ্রামের কার্বারী অংজাপ্রু মারমা। বক্তারা অংশগ্রহনকারীদের সাথে শিশু ও নারী উন্নয়নে মতামত নেন এবং তাদেরকে সঠিক পরামর্শ প্রদান করেন এবং  বৈঠকে নারী ও শিশু অধিকার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিবাহ,  প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন কর্মসূচিসমূহ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, জন্মনিবন্ধণ, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধসহ  ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন। উঠানে বৈঠক শেষে জেলা তথ্য অফিসের শিল্পীদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ লোক সংগীতানুষ্ঠান পরিবেশন করা হয়। এতে বিভিন্ন শ্রেণির পেশার নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ দুইশতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

এ অনুষ্ঠানের পূর্বে একই বিষয়ে উল্টাছড়ি মূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

 

এ প্রকল্পের আওতায় ১৬ সেপ্টেম্বর ২০১৮ থেকে ডিপি মহালছড়ি উপজেলায় দক্ষিণ জয়সেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিপি পাড়া, ১ নং থলিপাড়া যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুড়াপাড়ায় উঠান বৈঠক, সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী একই বিষয়ে কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে জানান জেলা তথ্য অফিসের কর্মসূচী বাস্তবায়ন ও  প্রচারণা দায়িত্বে নিয়োজিত রিপু খীসা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত