নানিয়ারচরে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের দুই কর্মী নিহত

Published: 21 Sep 2018   Friday   

রাঙামাটির নানিয়ারচরের সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ি এলাকায় রামসুপারি পাড়া এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর দুই কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

এদিকে দুই কর্মীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। এ ঘটনার জন্য সংস্কারবাদী জেএসএ কে দায়ী করেছে। তবে সংস্কারবদী জনসংহতি সমিতির পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


স্থাণীয় সূত্র মতে, রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বেতছড়ির রামসুপারি পাড়া এলাকার সুমতি চাকমার বাড়ীতে ইউপিডিএফ কর্মী শ্যামল চাকমা(৩৫) ও আকর্ষন চাকমা(৪৫) ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত বাড়ী ঘেরাও করে রাখে। পরে দরজা খুলে খুব কাছ থেকে ব্রাশ ফায়ার করে দুজনের মৃত্যু নিশ্চিত করার পর দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে। তবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।

 

এদিকে, ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত আনুমানিক ১টার দিকে সংস্কারবাদী জেএসএস-এর একদল সশস্ত্র সদস্য নানিয়ারচর উপজেলার রামসুপারি পাড়ায় গিয়ে আকর্ষণ চাকমা(৪০) ও শ্যামল কান্তি চাকমা(৩৮)কে গুলি করে হত্যার পর পালিয়ে যায়। নিহতরা দু’জনই সংস্কারবাদী দল ত্যাগ করে ইউপিডিএফ-এর কাছে আশ্রয় নিয়েছিলেন।

 

প্রেস বার্তায় আরো দাবী করা হয়, সংস্কারবাদী  জেএসএসের নানা দুর্নীতি-অনিয়ম ও জাতীয় স্বার্থ পরিপন্থি কার্যকলাপের কথা জনসম্মুখে প্রকাশ করে দেয়ার কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে তাদের হত্যা করা হয়েছে। প্রেস বার্তায়  অবিলম্বে আকর্ষণ ও শ্যামলের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

 

তবে সংস্কারোদী জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি প্রগতি চাকমা এ ঘটনার সাথে তার দল জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, উদ্দেশ্য প্রনোদিতভাবে তার দলকে দায়ী করা হচ্ছে। তাদের(ইউপিডিএফ) মধ্যে অভ্যন্তরীন কোন্দলের কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে।


নানিয়ারচর থানার এসআই রওশন জামান সত্যতা স্বীকার জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এলকাটি দুর্গম হওয়ায় কারণে ঘটনাস্থল থেকে ফিরে আসতে দেরী হতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত