নিখোঁজ স্ত্রীসহ তিন সন্তানকে উদ্ধারের দাবিতে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

Published: 21 Sep 2018   Friday   

নিখোঁজ স্ত্রী ও তিন সন্তানকে উদ্ধারের দাবীতে শুক্রবার রাঙামাটির বরকল উপজেলার বাসিন্দা নিখোঁজ স্ত্রী ও তিন সন্তান অভিবাবক মোঃ ইসহাক।

 

শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, গেল ৬ সেপ্টেমবর সকাল ১০টায় নিজ বাসা থেকে ৩ বরি স্বর্ণ অলংকার ও নগদ ৭৭হাজার ৮শত টাকা নিয়ে তার স্ত্রীসহ তিন সন্তান নিখোঁজ হয় । এ ঘটনাকে কেন্দ্র করে মোঃ ইসহাক শ্বশুর বাড়ির লোকজন  বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং মামলার ভয়ভীতি দেখাচ্ছে। নিখোঁজ হওয়ার পর রাঙামাটির বরকল থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও প্রশাসন কোন উদ্যোগ নিচ্ছে না।

 

সম্মেলন থেকে নিখোঁজ স্ত্রীসহ তিন সন্তানকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি  কামনা করা হয়েছে। সংবাদ সন্মেলনে অভিবাবক মোঃ ইসহাক,তার স্ত্রী তাসলিমা বেগমও ৩ সন্ত্রানকে স্ত্রী’র বড় ভাই লাল মিয়া ও বোন পূর্ব শত্রুতার জেড়ে আমার কাছ থেকে ষড়যন্ত্র করে অন্যত সরিয়ে ফেলেছে। তারা কোথায় আছে, কেমন আছে তা তিনি জানেন না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত