কর্মদক্ষতার মাধ্যমে ইউএনও রুহুল আমিন সকলের কাছে প্রশংসিত হয়েছেন

Published: 23 Sep 2018   Sunday   

বিদায়ী নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন একজন সৎ, কর্মঠ ও আদর্শবান কর্মকর্তা ছিলেন। তিনি তার সরকারি দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করেছেন। তাই তিনি কাপ্তাই উপজেলার সকলের কাছে প্রশংসিত হয়েছেন।  শনিবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথাগুলো বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার সমন্বিত বিদায় উদযাপন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক সংগঠক ঝুলন দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এবং  নবাগত নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কর্নফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী,  কাপ্তাই ইউ পি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই থানার ওসি(তদন্ত) নুরুল আলম, চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ আর লিমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ।

 

আলোচনার শুরুতেই বক্তব্য রাখেন সমন্বিত বিদায় উদযাপন কমিটির সদস্য সচিব, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা। পরে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত