খাগড়াছড়িতে উদ্ধারকৃত বিপুল মাদক ধ্বংস করলো পুলিশ

Published: 23 Sep 2018   Sunday   

খাগড়াছড়ি জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো নয় মাইনাস ট্রলারেন্সে উল্লেখ করে খাগড়াছড়ি নবাগত পুলিশ সুপার মো: আহমার উজ্জামান বলেছেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না। মরণঘাতক এ মাদক প্রতিরোধে পুলিশ সক্রিয় রয়েছে। অচিরেই খাগড়াছড়ি থেকে মাদক নির্মূল করা হবে। এ অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

রোববার গেল কয়েক মাসের অভিযানে উদ্ধারকৃত মাদক ধ্বংস কালে খাগড়াছড়ি সদর থানায় পুলিশ সুপার সাংবাদিকদের এসব কথা বলেন।

 

এ সময় খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটো, গোয়েন্দা শাখা প্রধান (ডিআই ওয়ান) আব্দুস সামাদ,সদর থানা পুলিশের,এস আই, এএসআইসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 খাগড়াছড়ি থানার ওসি শাহাদাত হোসেন টিটো  জানান, খাগড়াছড়িতে মাদকের সাথে জড়িতদের কঠোর হাতে দমনে মাঠে সক্রিয় রয়েছে পুলিশ। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি থেকে মাদকের মুল উৎপাদন করায় পুলিশের লক্ষ বলে তিনি জানান।  

 

গেল কয়েক মাসে  উদ্ধারকৃত ৩ হাজার পিস ইয়াবা, ৫ শত লিটার চোলাই মদ ও ১২ কেজি উদ্ধারকৃত গাঁজা আদালতের নির্দেশে ধ্বংস করা হয় বলে পুলিশ জানান। গত কয়েক মাসের অভিযানে উদ্ধারকৃত এসব মাদক নির্মূলে খাগড়াছড়িতে মাদক অনেকটা কমে এসেছে বলে স্থানীয়রা জানান। ধ্বংস কালে এসব মাদকের মধ্যে চোলাই মদ মাটির গর্তে ঢেলে নষ্ট করা হয় এবং গাজায় আগুন দিয়ে নষ্ট করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত