ভেষজ ঔষধি বাসক চাষ ও বাজারজাত বিষয়ে রাঙামাটিতে দুদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

Published: 25 Sep 2018   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে  বাসক গাছ চাষ ও বাজারজাতকরণ পদ্ধতি বিষয়ে দুদিন ব্যাপী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করা হয়েছে।

 

একমি ল্যাবরেটরিজ লিমিটেডের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলের উদ্যোগে ও হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশ বাংলাদেশের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা সন্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।  গ্রীনহীলের চেয়ারপার্সন টুকু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা,রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার, আশিকা মানবকি কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। স্বাগত বক্তব্যে দেন একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সমন্বয়কারী ষ্ট্যামিনা হাওলাদার।

 

উদ্ধোধনী শেষে প্রধান অতিথি বাসক পাতার একটি প্যাকজ বাজারজাতকরনের উদ্বোধন করেন। দুদিন ব্যাপী প্রশিক্ষণে ২৫ জন কৃষক-কৃষানী অংশ নেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের আবহাওয়া ও মাটি ভেষজ ঔষধি  গাছ বাসক চাষের জন্য উপযোগী। এতে বাণিজ্যিকভাবে চাষ করলে গ্রামীণ অর্থনীতিতে বিরাট এক পরিবর্তন ঘটে যেতে পারে। তাই পার্বত্যাঞ্চলে তামাক চাষসহ পরিবেশের ক্ষতিক্ষারক গাছ না লাগিয়ে বাসক গাছ চাষের কৃষকদের উদ্ধুদ্ধ করাতে হবে।

 

উল্লেখ্য, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশ বাংলাদেশে এর আর্থিক ও কারিগরী সহযোগিতায়  এবং গ্রীনহীলের বাস্তবায়নে  গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক প্রতিষ্ঠানিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাঙামাটিতে ৬টি ইউনিয়নে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত