বালুখালী ইউনিয়নে হিল ফ্লাওয়ারের কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Published: 25 Sep 2018   Tuesday   

মঙ্গলবার  রাঙামাটির বালুখালী ইউনিয়নে হিল ফ্লাওয়ারের উদ্যোগে কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ”জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোর্ষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির জন্য সুশীল সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করন ”প্রকল্পের বাদলছড়ি মধ্যপাড়া বেলপহর সমিতির সদস্যদের কৃষিবিষয়ক ( ধান চাষ, আদা, হলুদ ও সারা বছর ব্যাপী শাক সবজি চাষ ) বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ  দেয়া হয়। প্রশিক্ষনে সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ দেওয়ান।

 

প্রশিক্ষনের উদ্ধোধনী ঘোষনা  করেন বালুখালী ইউপির ৯ নং ওয়ার্ড মেম্বার অমনী চাকমা। অনুষ্ঠানে হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমা, প্রজেক্ট ফ্যাসিলিটেটর চিত্রা চাকমা, ফ্রি-ল্যান্স ফটোগ্রাফার ছন্দসেন চাকমা উপস্থিত ছিলেন । সমাপনী সেশনে প্রশিক্ষণ সমাপ্তি ঘোষনা করেন বালুখালী ইউপির ১ নং ওর্য়াড মেম্বার মঙ্গল চান চাকমা ।

 

প্রশিক্ষনে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ দেওয়ান ধান, আদা ও হলদ চাষের আধুনিক চাষাবাদ পদ্বতি, উন্নত বীজ সংগ্রহ, যাচাই পোকা মাকড় ও রোগ বালাই দমন, সার প্রয়োগ, এ ছাড়া ও সারা বছর শাক সবজি চাষ কি ভাবে  চাষ করা যায় এবং এই চাষে পোকা মাকড়, রোগ বালাই এর আক্রমন থেকে রক্ষার বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন । অনুষ্ঠানে ২২জন  কৃষক-কৃষানী অংশ গ্রহন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত