শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি সভা

Published: 26 Sep 2018   Wednesday   

রাঙামাটিতে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে বুধবার রাঙামাটিতে প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম শফি কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এস,এম নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য ও জেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাদল চন্দ্র দে, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজান সহ ৪০ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।


এবছর রাঙামাটি পৌর শহরে ১৪ টি এবং ১০ উপজেলায় ২৬ টি সহ মোট ৪০ পূজা অনুষ্ঠিত হবে।


সভায় জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ রাঙামাটিতে শারদীয়া দূর্গোৎসব যাতে সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সকল পূজা মন্ডপ কমিটিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত