রাঙামাটির বালুখালী ইউনিয়নে কমিউনিটি পুলিশিং ফোরামের আলোচনা সভা

Published: 28 Sep 2018   Friday   

শুক্রবার রাঙামাটির বালুখালী ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৬নং বালুখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বালুখালী ইউপি কার্যালয়ে থানা কমিউনিটি পুলিশিং ফোরাম ও বালুখালী ইউপির যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সত্যজিত বড়–য়া,কতোয়ালী ওসি (তদন্ত) খান নূজরুল ইসলাম, ১২৯ নং কাইন্দ্যা মৌজার হেডম্যান নবদ্বীপ চন্দ্র দেওয়ান, ১২৩ নং হেমন্ত মৌজা হেডম্যান কুলেশ বিকাশ দেওয়ান হেডম্যান , ৬নং বালুখালী ইউপির প্যানেল মেয়র মনিক্য চাকমা, পেনেল চেয়ারম্যান, ১,২,৩ মহিলা সদস্য জীবনাশ্রী ত্রিপুরা রণজিত তংচঙ্গ্যা কারবারী প্রমূখ বক্তব্য রাখেন।


সভা সঞ্চালনা করেন এস আই মো আশরাফুল আলম। সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকার কারবারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্থানীয়দের নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

 

প্রধান অথিতি বক্তব্য মোঃ জাহাঙ্গীর আলম বলেন বর্তমান সরকার মাদকের বিরূদ্ধে কঠোর অবস্হান নিয়েছে, সারা দেশের ন্যায় রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে যার ফলশ্রুতিকে কয়েক দিন আগে ২ হাজার ইয়াবাসহ ২ জন ব্যক্তিকে আটক করা হয় ।


তিনি আরো বলেন দেশের অন্যান্য এলাকার চেয়ে রাঙামাটিতে মাদক ও ইয়াবার ব্যবহার অনেক কম বলে মন্তব্য করেন । তিনি এলাকার শান্তি শৃংখলা উন্নয়নের লক্ষ্যে সকলকে সহযোগীতা করার আহব্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত