ফেসবুকে বেনামে নানান অপপ্রচারের প্রতিবাদে রমেল বড়ুয়ার সংবাদ সন্মেলন

Published: 28 Sep 2018   Friday   

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেনামে আইডি খুলে নানান অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করেছেন জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের কোষাধ্যক্ষ পদ প্রার্থী রীজেশ বড়ুয়া রমেল।


রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ের সন্মেলন কক্ষে রীজেশ বড়ুয়া বলেন, শনিবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে তিনি কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্ধিতা করছেন। একটি মহল নির্বাচনের পরাজয়ের নিশ্চিত জানার পর ফেসবুকে বেনামে আইডি খুলে তার বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে করে তার মানসন্মান ক্ষুন্ন হওয়াসহ নির্বাচনে ব্যঘাত ঘটছে।


রাজেশ অভিযোগ করে বলেন,জেলা বেনামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করার বিষয়ে প্রশাসনকে জানালেও কোন প্রতিকার পায়নি। যার কারনে সংবাদ সম্মেলন করতে হচ্ছি। তিনি ফেসবুকে ভূঁয়া আইডি খুলে নানান অপপ্রচারকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


তিনি আরো বলেন,আমার প্রতিপক্ষ একজন সরকারি চাকরিজীবী হয়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেখে কি ভাবে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশ গ্রহন করে তা বোধগম্য নয়। তার বিরুদ্ধে অসত্য কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখায় তা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে বিষয়গুলো অবগত করার পরও কোন প্রতিকার পায়নি। তার বিরুদ্ধে ফেসবুকে লেখালিখি বন্ধ করা না হলে আইনী সহায়তা নিতে বাধ্য হবো।


জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে থাকা (বর্তমান) সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান বলেন,সরকারি কর্মচারি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশ নিতে পারবে কি না এই মূহুর্তে তা তার জানা নেই।


সরকারি কর্মচারি জেলা ক্রীড়া সংস্থায় নির্বাচন করতে পারবে কি না এব্যাপারে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের কাছে মিডিয়া কর্মীরা জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি। চাকরি জীবীদের বিধিমালা দেখলে তা বলা যাবে না।


উল্লেখ্য,শনিবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার চার বার্ষিক নির্বাচন সহ-সভাপতি, সাধারন সম্পাদক,কোষাধ্যক্ষসহ ২৭টি পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত