রাজস্থলীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

Published: 28 Sep 2018   Friday   

অপরকে জানান, নিজে বাচাঁন প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার রাঙামাটির রাজস্থলীতে  বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।

 

রাজস্থলী বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে আয়াজিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইহলঅং মারমা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা  পরিষদের ভাইস চেয়ারম্যান অংনরুচিং মারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেব নাথ ও উপজেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

 

এর আগে একটি র‌্যালী উপজেলা চত্বর র‌্যালী প্রদক্ষিণ করে রাজস্থলী বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। ডা. রুইহলাঅং মারমা সঞ্চালনায় সভায়  বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মংসাহ্লা মারমা, রাজস্থলী থানা এস আই মো. ইউসুফ, সঞ্জয় দেব নাথ, মো. আবুল কালাম আজাদ ও অংনুচিং মারমা প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তরা বলেন, জলাতঙ্ক রোগ হলে অবশ্যই টিকা কিংবা কুকুর কামরের সাথে ইনজেক্টশন প্রয়োগ করতে পারলে প্রতিরোধ সম্ভব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত