আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

Published: 30 Sep 2018   Sunday   

আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোববার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ শফি কামাল, জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম, সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির সভাপতি অমলেরন্দু হাওলাদার, সুশাসন নিশ্চিতে তথ্য অধিকার আইন ২০০৯,বাস্তবায়ন ও চ্যালেঞ্জ বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবির এরিয়া ম্যানেজার মো; আরিফ হোসেন।


এর আগে একটি র‌্যালী রাঙামাটি পৌর সভা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।


জেলা প্রশাসক জনাব এ কে এস মামুনুর রশিদ তার বক্তব্যে বলেন “তথ্য অধিকার আইন সম্পর্কে জনসাধারণকে অধিকতর সচেতন হতে হবে এবং তথ্যের যত বেশি আদান প্রদান হবে দুর্নীতি তত হ্রাস পাবে। তিনি আরও বলেন সরকারী প্রতিষ্ঠানগুলোতে বর্তমানে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রদর্শন জোরদার হচ্ছে যাতে মানুষ প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সহজে জানতে পারে”। এছাড়া তথ্য কমিশন তথ্য কর্মকর্তাদের জন্য অনলাইনে যে প্রশিক্ষনের ব্যবস্থা করেছে তা সবাইকে করার জন্য নির্দেশনা দেন। তিনি জানান, সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানও যদি আন্তরিক হয় তাহলে তথ্য অধিকার আইন বাস্তবায়ন আরো ফলপ্রসু হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত