কাপ্তাইয়ে মাদক, বাল্যবিবাহ ও ট্রাফিক আইন সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা

Published: 30 Sep 2018   Sunday   

মাদক, বাল্যবিবাহ ও ট্রাফিক আইন সচেতনতা বিষয়ে রোববার কর্ণফুলী সরকারি কলেজ শিক্ষার্থীদের নিয়ে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কর্ণফুলী সরকারি কলেজ মিলনায়তনে কলেজ মতবিনিময় সভায়প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাইছার। কলেজ অধ্যক্ষ এএইচএম. বেলাল চৌধুরীর সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্যে দেন  কলেজের উপাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মাদ নূর, অধ্যাপক মোতালেব হোসেন, বিপুল কান্তি বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, ট্রাফিক বিভাগের টিএসআই জয়নাল আবেদীন প্রমুখ।  সচেতনতামূলক সভায় কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষকগণ অংশ্র গ্রহণ করে।

 

প্রধান অতিথির বক্তব্যে  অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাইছার বলেন, আমরা সচেতন না হওয়ার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। তাই মাদককে না বলতে হবে, বাল্য বিবাহ হতে সরে আসতে হবে এবং নিরাপদে পথ চলতে হলে ট্রাফিক আইন মেনে চলতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত