রাঙামাটিতে মাস্টারক্রাফ্ট পারসনদের ফোরাম ডেভেলাপমেন্ট কর্মশালার উদ্বোধন

Published: 01 Oct 2018   Monday   

রাঙামাটিতে ২দিন ব্যাপী মাস্টার ক্রাফ্ট পারসনদের (এমসিপিএস) ফোরাম ডেভেলাপমেন্ট কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

ইনফরমাল সেক্টর ইন্ডাষ্ট্রি স্কিল্স কাউন্সিল (আইএসআইএসসি) এর আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য সাধনমনি চাকমা।

কর্মশালায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, ঢাকা আইএসআইএসসি’র কো-অর্ডিনেটর মো: আব্দুল আজিজ মুন্সী, আইএসআইএসসি প্রকল্পের কর্মকর্তা সিরাজুল ইসলাম’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদর উপজেলার প্রায় ৩০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ওস্তাদ বা মাস্টার ক্রাফ্ট পারসন এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন যার মধ্যে ৭জন নারী ও ২৩জন পুরুষ।
উদ্যোক্তা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইলেক্ট্রিক্যাল হাউজওয়ারিং, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, এমব্রয়ডারি, ব্লক বাটিক ও স্কিন প্রিটিং, কাঠমিস্ত্রি, ওয়েল্ডিং এবং বিউটিফিকেশন অন্যতম।


উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সহযোগিতায় আইএসআইএসসি দেশের ১০টি জেলায় (গাজীপুর, টাংগাইল, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, জামালপুর, রাঙামটি, চাঁদপুর, বাগেরহাট ও খুলনা) স্ট্রেটেনিঙ এপারেন্টটিশিপ ট্রেনিং প্রোগ্রাম ইন ইনফরমাল ইকোনমি এর প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রতিষ্ঠানের ওস্তাদ বা মাস্টার ক্রাফ্ট পারসনদের (এমসিপি) বিশেষ করে এ্যাপ্রেনটিসশীপ প্রকল্পে জড়িত ওস্তাদদের সংগঠিত করে ৩০ থেকে ৩৫ জন সদস্য বিশিষ্ট একটি ফোরাম (এমসিপি) গঠন করে এবং ফোরাম সদস্যদের বিভিন্ন বিষয়ে দক্ষতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। জেলা পর্যায়ে একজন ফোকাল পারসন এই কাজের দায়িত্ব পালন করে থাকেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত