বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী জুরাছড়িতে চতুর্থ উন্নয়ন মেলা শুরু হচ্ছে

Published: 03 Oct 2018   Wednesday   

সারাদেশের মত ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার  থেকে তিন দিন ব্যাপী জুরাছড়িতে চতুর্থ উন্নয়ন মেলা শুরু হচ্ছে।

 

মেলা সফল করতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহনে  স্টল প্রস্ততি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, রির্সোস সেন্টারে ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলমসহ বিভিন্নদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সময় মেলাকে আরো আর্কষনিয় করতে বিভিন্ন প্রস্তাবনা আনা হয়। তার মধ্যে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা। এছাড়া মেলা উপলক্ষে বর্নাঢ্য শোভা যাত্রা, উপজেলায় সরকারী উন্নয়নের পরিবেশিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। সকাল ১০ টায় সারা দেশের সঙ্গে ভিডিও কনফারেন্সে মেলার উদ্বোধন  করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরে রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

এবার মেলায় ৩৪টি সরকারী বেসরকারী দপ্তর স্টল স্থান পাবে। এ সবের মধ্যে ব্যতিক্রমি পিঠা স্টল ও সেনা বাহিনীর জিলাপী স্টল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত