ভারতীয় নেতা সুব্রামনিয়ামের বক্তব্যের প্রতিবাদ রাঙামাটি ইসলামী ফ্রন্টের

Published: 03 Oct 2018   Wednesday   

ভারতের বিজেপি নেতা রাজ্যসভার এমপি সুব্রামনিয়াম স্বামীর অমার্জিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ইসলামী ফ্রন্ট রাঙামাটি জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নূরুল আলম হেজাজী।

 

বুধবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রাঙামাটি জেলা শাখাদপ্তর সম্পাদক মোঃ হাবিবুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ভারতীয় ওই নেতা সংবাদ সম্মেলনে বাংলাদেশ, বাংলাদেশের জনগণ ও শাসকশ্রেণি নিয়ে যে ধরনের মিথ্যাচার করেছেন তা রীতিমত ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্ঠাচার বহির্ভূত। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে বিরল। এদেশের জনগণ জাতি-ধর্ম নির্বিশেষে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নাগরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ বসবাস করে আসছে তা ভারতের জন্য অনুকরণীয় হতে পারে।

 

প্রেস বার্তায় এ ব্যাপারে সরকারের সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়ে বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠা করা হবে’ ভারতীয় নেতার এই ধরনের অর্বাচীন ও আন্তঃ দেশীয় সম্পর্ক বিনষ্টকারী মন্তব্যের জোরালো ও কার্যকর প্রতিবাদ জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত