বাংলাদেশ কারাতে ফেডারেশনের উর্ধ্বতন নেতৃবৃন্দের রাঙামাটি সফর

Published: 03 Oct 2018   Wednesday   

চট্টগ্রাম বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশীপ আয়োজন করার লক্ষ্য বাংলাদেশ কারাতে ফেডারেশন (বিকেএফ) এর উর্ধ্বতন নেতৃবৃন্দ সম্প্রতি রাঙামাটি জেলায় সফর করেছেন।

 

সফরে নেতৃত্ব দেন বিকেএফের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মহোদয়। এসময় সফরকারী দলের ছিলেন বিকেএফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেনসী মোয়াজ্জেম হোসেন সেন্টু, ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক  শাহজাদা আলম, চট্টগ্রাম জেলা কারাতে কমিটি’ন ভাইস চেয়ারম্যান শিহান রতন তালুকদার, যুগ্ন সম্পাদক  তুলু উশ শামস  এবং সাফ স্বর্ণ জয়ী সেনসী  জ উ প্রু মারমা প্রমুখ।

 

পরে সফররত দলটি কুমার সুমিত রায় জিমনেসিয়ামে যান। সেখানে তাদেরকে ফুল দিয়ে বরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান ও সিনিয়র সহ সভাপতি সুনীল কান্তি দে সহ ফুরোমোন জুডো কারাতে এসোসিয়েশন এর ক্ষুদে কারাতে অনুশীলনকারীরা।

 

ফুরোমোন জুডো কারাতে এসোসিয়েশন এর প্রধান প্রশিক্ষক সেনসী যশস্বী চাকমা’র সঞ্চালনায় ক্ষুদে কারাতে ছাত্র-ছাত্রীরা কারাতের কিছু কলা কৌশল প্রদর্শন করে এবং মিজ জ উ প্রু মারমাও ছাত্র-ছাত্রীদের সংক্ষিপ্তাকারে কারাতের কিছু কৌশল শিখিয়ে দেন।

 

বক্তব্য দেন বিকেএফের ভাইস প্রেসিডেন্ট শাহজাদা আলম এবং সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা। জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সুনীল কান্তি দে উপস্থিত অতিথিবৃন্দসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।

 

এসময় বিকেএফের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা উপস্থিত সকল কারাতে শিক্ষার্থী, অভিভাবকসহ উপস্থিত সকলের উদ্ধেশ্যে কারাতের উপকারিতা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তিনি এ এলাকায় কারাতের প্রচার, প্রসার এবং মান উন্নয়নে কাজ করে যাবেন আমা ব্যক্ত করেন।

 

পরে সফরকারী দলটি জেলা ক্রীড়া সংস্থার জন্য কারাতের উপকরণ উপহার দেন এবং কিছু দিনের মধ্যে ১টি কারাতের ম্যাট ও পাঠাবেন বলেও কথা দেন।

 

বিকালে জেলা ক্রীড়া সংস্থা’র সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় কারাতের সম্ভাবনা নিয়ে বিশদভাবে আলোচন এবং আগামী ২০১৯ সালের জানুয়ারী মাসের শেষভাগে রাঙামটিতে চট্টগ্রাম বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশীপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত