রাজস্থলীতে কারিতাসের মতবিনিময় সভা

Published: 03 Oct 2018   Wednesday   

বুধবার  রাজস্থলী উপজেলায় বেসরকারী কারিতাসের এগ্রো-ইকোলজি প্রকল্প সিএইচটির প্রকল্পের  সুবিধাভোগীদের সাথে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকল্পের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিনসিন মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল হাসান। মাঠ সংগঠক মো. রবিউল ইসলাম সোহেল সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প ম্যানেজার সাধন কৃষ্ণ চাকমা, সুবিধাভোগীগণ. মো. হাসিবুল হাসান ও অংনুচিং মারমা প্রমুখ।

 

এসময় এগ্রো-একোলজি প্রকল্প সিএইচটি এর রাজস্থলী শাখার বিভিন্ন সমিতির প্রধানগন ও উপজেলা জিও এনজিও প্রধানগন উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত