কাপ্তাইয়ে ৩ দিনেরউন্নয়ন মেলা শুরু

Published: 04 Oct 2018   Thursday   

"অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে  বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী "উন্নয়ন মেলা শুরু হয়েছে।

 

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্ত্বরে "শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ শেখ হাসিনার বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে  সভাপতিত্ব করেন।  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম,কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,  চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মারমা ।

 

এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা সদর থেকে শুরু করে ওয়াগ্গা বিজিবি সদর দপ্তর ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। বর্নাঢ্য শোভাযাত্রায় ব্যানার, পোস্টার সহকারে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে ফিতা কেটে অতিথিরা ৩ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ মেলায় স্হাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০ টি স্টল স্হাপনের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরা হয় পোস্টার, ব্যানার এবং তথ্য চিত্রের মাধ্যমে। মেলার প্রথম দিনে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে শত শত দর্শনার্থীর আগমন ঘটেছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।

 

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাঁথা উঁচু করে দাঁড়িয়েছে।  এদেশ এখন মধ্যম আয়ের দেশ হতে স্বল্পোন্নত দেশে পরিণত হয়েছে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সবক্ষেত্রে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশের অর্থে বৃহৎ পদ্মা সেতু নির্মিত হচ্ছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত