রাঙামাটিতে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

Published: 04 Oct 2018   Thursday   

সারাদেশের ন্যায় রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

 

সকালে জেলা প্রশাসক কার্যায়ল থেকে এ উপলক্ষে এক বণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদের নেতৃত্বে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জিমনেশিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

পরে জিমনেসিয়াম প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

 

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির, রাঙামাটি জেলা পরিষদ চেয়ার‌্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। এবার মেলায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের ৮০টি স্টল স্থান পেয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত