জুরাছড়িতে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

Published: 06 Oct 2018   Saturday   

শনিবার জুরাছড়ি উপজেলায় ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলায় সমাপ্ত হয়েছে।

 

জুরাছড়ি মিনা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত “বঙ্গবন্ধুর উন্নয়নের দর্শন ও আজকের বাংলাদেশ” শীষক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,  মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুল কবীর, জুরাছড়ি ক্যানন চাকমা, বনযোগীছড়া সন্তোষ বিকাশ চাকমা, মৈদং সাধনা নন্দ চাকমা এবং দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা।

 

অনুষ্ঠানে উন্নয়ন মেলার অংশগ্রহনকারী স্টল থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়। প্রথম স্থান অর্জন করেছে জুরাছড়ি সমাজ সেবা অধিদপ্তর। দ্বিতীয় স্থান অর্জন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তৃতীয় স্থান অর্জন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর। 

 

তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণকারী কমিটি আহ্বায়ক থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুল কবীর স্বীকার করেছেন অংশগ্রহণকৃত ৩৪টি স্টল সাধারণ জনগণের যুগোপযোগী তথ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছে। সুতরাং সকল স্টল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের যোগ্য।

 

 সভাপতির বক্তব্যে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন বলেন, মাদক একটি পরিবার সমাজ জাতিকে ধংস করে দেয়। মাদক কখনো কাউকে সূখ দিতে পারে না। সুতরাং মাদককে সকলে “না” বলতে হবে। সমাজরে সকল স্থরের মানুষদের সম্মিলিত ভাবে এই ভয়াবহ মাদক আগ্রাসন প্রতিরোধ করতে হবে।

 

উল্লেখ্যে গেল ৪ সেপ্টেম্বর সারা দেশের ন্যায় জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়। প্রথমদিন বেলা সাড়ে ৩ টায় জুরাছড়ি জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওয়ায়দুল হক পিএইসি মেলা পরিদর্শন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত