কাপ্তাইয়ে জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত

Published: 06 Oct 2018   Saturday   

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ-স্লোগানকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে তিন দিন ব্যাপী শনিবার সমাপ্ত হয়েছে।   

 

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, কাপ্তাই থানার ওসি (তদন্ত)  নুরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী প্রমুখ।

 

সমাপনি দিনের বিশেষ আর্কষন ছিলো কাপ্তাই শিল্পকলা একাডেমির শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। হলভর্তি দর্শক শ্রোতা শিল্পকলা একাডেমির শিল্পীদের নাচ,আবৃত্তি ও গান উপভোগ করে তুমুল করতালিতে।

 

শিল্পকলা একাডেমির সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরা ও যুগ্ম সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা ছাড়াও শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসু প্রু মারমা,কন্ঠ শিল্পী রফিক আশেকী, মো: রফিক, বিপুল বড়ুয়া, রওশন শরীফ তানি, জ্যাকলিন তনচংগ্যা এবং উর্বসী দে সংগীত পরিবেশন করেন। নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এনির পরিচালনায় পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন আনিছুর রহমান ও মোঃ ইকবাল এবং যন্ত্র সংগীতে সহায়তা করেন- ফনিন্দ্র লাল ত্রিপুরা, ঝুলন দত্ত, ইমরান হোসেন রোকন, অভিজিত দাশ, অর্নব মল্লিক ও জয় ধর।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত