বিলাইছড়িতে জাতীয় উন্নয়ন মেলা সমাপ্তি

Published: 06 Oct 2018   Saturday   

বিলাইছড়িতে তিন দিনের জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে।


উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি শুকুমার চক্রবর্তী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক।


মেলায় মোট সরকারি বে-সরকারি ৩১টি দপ্তরের ২৭টি স্টল অংশগ্রহণ করে। এবং অংশগ্রহনকারী স্টলের মধ্যে এল,জি,ইডি অফিস ১ম স্থান, মহিলা বিষয়ক অধিদপ্তর ২য় স্থান এবং যৌথভাবে কৃষি অফিস ও একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ৩য় স্থান অধিকার করে। পরে ১ম, ২য় ও ৩য় স্থান ছাড়াও অংশগ্রহণকারী সকল দপ্তরকে সম্মাণ সূচক সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও গতকালকে কুইজ এ অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।


সমাপনী শেষে ্উপজেলা শিল্পকলার আয়োজনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ্ এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত