নানিয়ারচর উপজেলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ

Published: 08 Oct 2018   Monday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সোমবার জলবায়ু পরিবর্তন  বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার সহযোগিতায় নানিয়ারচর উপজেলায় প্রকল্পভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীকে নিয়ে উপজেলা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী  বিমল কান্তি চাকমা।  প্রশিক্ষণ পরিচালনা করেন নানিয়ারচর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা। 

 

দিনব্যাপী প্রকল্পভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীদের জলবায়ু পরিবর্তন অভিযোজন,দূর্যোগ ঝুঁকি  হ্রাস,লিঙ্গভিত্তিক সহিংসতা  রোধ ও দল ব্যবস্থাপনা বিষয় ছাড়াও  জলবায়ু পরিবর্তন কি এবং বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলো কি, প্রাকৃতিক  দূর্যোগের কারনে ঝুঁকিসমূহ চিহ্নিতকরণ, দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য,স্থানীয় পর্যায়ে দুর্যোগ পরিকল্পনা গ্রহণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের উপায়সমূহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত