বাঙ্গালহালিয়া উচচ বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অবৈধ গাছ কর্তন অভিযোগ

Published: 08 Oct 2018   Monday   

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে লক্ষাধিক টাকার অবৈধ গাছ কর্তনের অভিযোগ করেছে কমিটির একাংশ ও বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান।



৩নম্বর বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা অভিযোগ করে জানান, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়টি কয়েক দশক আগে এমপিও ভুক্ত হয়ে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। বর্তমান পরিচালনা কমিটির কতিপয় ব্যক্তি অর্থ প্রলোভন ও ক্ষমতা অপব্যবহার প্রচেষ্টায় এধরনে কর্মকান্ড চলছে।


উপজেলা প্রশাসনে শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিরা জানান, সরকারী বিধিমালাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এ ধরণের জ্ঞান কান্ডহীন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।


এদিকে,বিদ্যালয় ম্যানেজিং কমিটির একটি অংশ আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি পুলক বড়ুয়ার নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিতভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানিয়েছেন।


তবে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী জানান, ফ্যাসিলিটেটর বিভাগে অর্থায়নের একটি নতুন ভবন করা হবে। সুতরাং সময় অভাবে কারণে বন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেয়ার সম্ভব হয়নি। তিনি বিদ্যালয় ম্যানেজিং কমিটির রেজুশেলন অনুমোদন কথা স্বীকার করেন।


রাইখালী রেঞ্জের বাঙ্গালহালিয়া ষ্টেশন কর্মকর্তা জানান, স্থানীয় অভিভাবক ও কর্তৃপক্ষ নির্দ্দেশ অনুসারে বর্তমানের কর্তনকৃত গাছগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে। তবে, স্থানীয় আরো অভিযোগ কিছু গাছ টুকরা ইতিমধ্যে বিক্রি করে ফেলেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমানের বলেন, লিখিত অভিযোগ প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগের প্রশাসনিক আইনি ব্যবস্থা নিতে চিঠি প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত