আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

Published: 13 Oct 2018   Saturday   

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি এই পতিপাদ্যে-কে সামনে রেখে জেলা প্রশাসকের আয়োজন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সভায় অতিরিক্ত জেলা মজিস্ট্রেট সারমিন আলম, সিভিল সার্জেন শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহাজ্ঞীর আলম, জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান প্রমুখ। আলোচনা সভায় ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ সরকারী বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন চত্তর প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

পরে ফায়ার সার্ভিসে উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্তরে অগ্নি  নির্বাপন মহড়া প্রদর্শন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত