বালুখালীতে হিল ফ্লাওয়ারের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

Published: 13 Oct 2018   Saturday   

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শনিবার রাঙামাটির বালুখালীতে বেসরকারী উন্নয়ন সংস্থা  হিল ফ্লাওয়ারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কমাতে হলে সম্পদের ক্ষয়ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্ততি- এ শ্লোগানকে সামনে রেখে বালুখালী ইউনিয়ন পরিষদ হল রুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মগবান ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সজীব চাকমা।

 

হিল ফ্লাওয়ার সংস্থার প্রজেক্ট ম্যানাজার জ্যোতি বিকাশ চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাদলছড়ি ভিসিএফ এর সভাপতি ও বালুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অমনি চাকমা। অনুষ্ঠানে উপজেলা প্রানী সম্পদ অফিসের ভি এফ এ কুঞ্জ বিহারী চাকমা, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কুষি কর্মকর্তা দেবাশীষ দেওয়ান, বালুখালী ইউনিয়ন পরিষদের মেম্বার মঙ্গর চান চাকমা, ফ্রি ল্যান্স ফটোগ্রাফার  ছন্দ সেন চাকমা, উন্নয়ন কর্মী সুশীল চাকমা বক্তব্য রাখেন ।

 

অনুষ্ঠানে বালু খালী ও মগবান ইউনিয়নরে  গন্যমান্য ব্যক্তি সহ ২০০ জনের অধিক সুফলভোগী, ছাত্র ছাত্রী,  উন্নয়ন কর্মী, স্বেচ্ছাসেবক অংশগ্রহন করেন । অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার বিতরন করা হয় ।

 

প্রধান অতিথির বক্তব্যে মগবান ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সজীব চাকমা  বলেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে অতি বৃষ্টি হলে তারা অত্যন্ত ঝুকিতে থাকে , তাই তাদেরকে নিরাপদ স্থানে বসবাস করার জন্য অনুরোধ করেন ্তিনি আরো বলেন বন দৃর্যোগ মোকাবেলায় গৃরুত্বপূর্ন ভুমিকা পালন করে , বন উজারের ক্ষতিক্ষর প্রভাব  বিষয়ে আলোচনা করেন, তাই বন সংরক্ষণ করার জন্য ও দেশীয় প্রজাতির চারা রোপনের জন্য আহবান করেন ।

 

বালুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অমনি চাকমা বলেন, দুর্যোগে সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে হলে পুর্বপ্রস্ততি ছাড়া ও সচেতনতার সৃষ্টির উপর জোর দেন । তিনি আরো বলেন বনজ সম্পদ সংরক্ষন, টেকসই ব্যবস্থাপনা করা উচিত এবং ছড়া হতে পাথর উত্তোলন রোধে সকলকেই সজাগ থাকতে অনুরোধ করেন ।

 

স্বাগত ববক্তব্যে হিল ফ্লাওয়ার সংস্থার প্রজেক্ট ম্যানাজার জ্যোতি বিকাশ চাকমা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের  ১৩ অক্টোবরের ইতিহাস   তুলে ধরেন এবং দৃর্যোগের প্রশমন, পূর্ব প্রস্তুতি ব্যাপারে বিশদ আলোচনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত