রাঙামাটিতে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় লেকার্স স্কুল চ্যাম্পিয়ন

Published: 14 Oct 2018   Sunday   

রাঙামাটিতে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়েছে। 

 

 রোববার রাঙামাটি রিজিয়নের সহযোগিতায় ও পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের আয়োজনে  রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে প্রতিযোগিতায়   প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল  সৈয়দ রিয়াদ মেহমুদ। বিশেষ অতিথি ছিলেন,ডিজিএফআই রাঙামাটি অঞ্চলের প্রধান কর্ণেল শামসুল আলম, রাঙামাটি জোন কমান্ডার লে: কর্ণেল রিদওয়ানুল ইসলাম।

 

প্রতিযোগিতায় জেলার ১৬টি স্কুলের ৮০জন শিক্ষার্থী অংশ নেয়। ফাইনালে বিতর্ক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিলো- ‘অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নই পারে পাহাড়ে সন্ত্রাস মুক্ত করতে। প্রতিযোগিতায় সরকারি দলে ভূমিকায় ছিলো লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বিরোধী দলের ভূমিকায় ছিলো রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী এবং পরাজিত উভয় দলকে ট্রপি এবং ক্রেস্ট তুলে দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মেহমুদ বলেন,পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখা এবং অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো তৈরি করা গেলে পাহাড় থেকে সন্ত্রাস দমন করা সম্ভব হবে।

 

তিনি আরো বলেন,এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো পাহাড়ে বৈষম্য দূর করা। পাহাড়ি-বাঙালী বৈষম্য দূর করতে পারলে এ অঞ্চল হবে শান্তির জায়গা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত