পরিষদ চেয়ারম্যানের সাথে রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সৌজন্য সাক্ষাত

Published: 14 Oct 2018   Sunday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে রোববার নবগঠিত সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন। 

 

জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে  সৌজন্য সাক্ষাতের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাত্ববর, সদস্য সবির কুমার চাকমা, জেলা শিক্ষক সমিতির সভাপতি অমল চাকমা, সদর উপজেলা শিক্ষক সমিতির সদর উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি বিপ্লব চাকমা, সাধারণ সম্পাদক মঙ্গল বাহাদুর ছেত্রী সহ নব গঠিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা নব গঠিত শিক্ষক সমিতিকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষকরা সমাজের মানুষ গড়ার কারিগর। আপনারা যদি সঠিক ভাবে শিক্ষার্থীদের শিক্ষা দান করেন তাহলে দেশও সমাজ উপকৃত হবে। কোন ছাত্র-ছাত্রী বিপথে যাবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো ভেবে শিক্ষা দানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। 

 

পরিষদ চেয়ারম্যান আরো বলেন, শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলার পদায়ন কৃত শিক্ষকদের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। সঠিক তদন্ত করে যোগ্য শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়ন করা হবে বলে তিনি শিক্ষকদের আশ্বস্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত