পানছড়িতে পুরাতন ইউএনওকে বিদায় সংবর্ধনা ও নবাগতকে ইউএনওকে বরণ

Published: 14 Oct 2018   Sunday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল হাশেমকে বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মুহাম্মদ আবুল হাশেম,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, পানছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তংচঙ্গা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(অফিসার্স ইনচার্জ) মোঃ নুরুল আলম, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিমিত্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জয়নাথ দেব, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বাবুল, ২৪২নং পুজগাং মৌজার হেডম্যান সুইলাপ্রু চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুলতান মাহমুদ।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বিদ্যালয়, সরকারী বেসরকারী সংস্থার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা সন্মান স্মরূপ ক্রেস তুলে দেন বিদায়ী ইউএন্ও এর কাছে।


সভায় বক্তারা বিদায়ী উপজেলার নির্বাহী কর্মকর্তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা প্রশংসা করেন। তারা বলেন, পর্যটন স্পট “মায়াবীনি ” ও “মায়াকানন”, উপজেলায় সেবা নিতে আসা মানুষদের জন্য তৈরী গোলঘর “মায়াকুঞ্জ” সহ শিক্ষার গুণগত মান উন্নয়নে উপজেলার সকল মানুষের সাথে উপজেলা পরিষদের সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন। যা অতীতে বিদায়ী ১৮ জন ইউএনও তা করতে পারেননি।


বিদায় ইউএনও মুহাম্মদ আবুল হাশেম বলেন, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক রাশেদুল ইসলাম ও বর্তমান জেলা প্রশাসক শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনসহ উপজেলার সকল জনপ্রতিনিদের সহযোগিতার কারনে তিনি পর্যটন স্পট “মায়াবীনি ” ও “মায়াকানন”, উপজেলায় সেবা নিতে আসা মানুষদের জন্য তৈরী গোলঘর “মায়াকুঞ্জ” সহ শিক্ষার গুণগত মান উন্নয়নসহ সকল ধরনের কাজ করতে পেরেছেন। সবাই তাকে অনেক অনেক সযোগিতা করেছে। মন উজার করে কাজ করতে পেরেছেন। তাই তিনি সকলের কাছে কৃতজ্ঞ।


আবেগ আপ্লুত হয়ে তিনি আরো বলেন, আপনাদের এ ভালোবাসা তার ভবিষ্যৎ কর্মময় জীবনে আরো বেশী করে উৎসাহিত করবে। তাকে এত ভালোবাসেন তা তিনি আজ জানলেন। তিনি সকলে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা প্রার্থনা করে তার জন্য দোয়া কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত