নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি

Published: 15 Oct 2018   Monday   

আবারও নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে ভোট ডাকাতি, অস্রবাজী, ভোটারদের ভয়ভীতি প্রর্দশনের  মতো ঘটনা ঘটাতে পারে পরাজিত শক্তি। তাই আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

 

সোমবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা "কেআরসি স্কুল কেন্দ্র কমিটি গঠন" উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া।ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ শ্রম সম্পাদক মোঃ হানিফ,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া প্রমুখ।

 

বক্তারা আরো বলেন, গত সংসদ নির্বাচনের সময় আঞ্চলিক একটি দলের সশস্র সন্ত্রাসীরা অস্রেরমুখে আওয়ামীলীগের বিজয় ছিনেয়ে নিয়েছিল।এবারও ওই সন্ত্রাসীরা বিজয় ছিনিয়ে নিতে অস্রের মহড়া চালাতে পারে।  তাই সকল মতভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করে নৌকার পক্ষে রায় নিশ্চিত করতে হবে। সভাশেষে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত