খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস দিবস পালিত

Published: 15 Oct 2018   Monday   

‘হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

 

 দিনটি উপলক্ষে  সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালী বের করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এমএম সালাহউদ্দিন, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সিনিয়র পাড়া কর্মী ও পাড়াকর্মী অংশ নেন।

 

এদিকে খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়ার বাহুদেব কারবারী পাড়ার“পাড়া কেন্দ্রে’ হাত বিশ^ হাত ধোয়া দিবস পালন করা হয়। সোমাবার বিকেল ৩ টায় তিন পার্বত্য জেলার সব পাড়া কেন্দ্রের হাত ধোয়া অংশ হিসেবে এ হাত ধোয়া কর্মসূচী পালন করা হয়। এ হাত ধোয়া কর্মসূচী উদ্ভোধন করেন পাড়া কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি বাবুল কান্তি ত্রিপুরা, আরো উপস্থিত ছিলেন হিলবিডি টুয়েন্টিফোর ডট কম ও চেতনা নিউজ ডট কমের ব্যুরোচীফ রূপায়ন তালুকদার, সিনিয়র পাড়া কর্মী মিতা চাকমা, বিকল্প পাড়া কর্মী কলিকা চাকমা। এতে  আপার পেরাছড়া এলাকা পাড়ার মা ও শিশুরা হাত ধোয়া কর্মসূচীতে অংশ গ্রহন করে।

 

বাহদেব পাড়া কেন্দ্রের সভাপতি বাবুল কান্তি ত্রিপরা বলেন এটি একটি গুরুত্ব পূর্ণ প্রকল্প। তিনি এই প্রকল্পটি স্থায়ী করন বা এই  করার দাবী জানান।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড  এর টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক  মো: মতিউর রহমান ও মানিকছড়ি উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ ফরিদুল আলম বলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামজিক প্রকল্পটি এলাকার জন্য খুবই গুরুত্ব পূর্ণ। একটি পাড়ার বা গ্রামের শিশুরা এ কেন্দ্র থেকে অনেক কিছু শিখতে পারে। তারা প্রাইমারী স্কুলে যাওয়ার আগে এই কেন্দ্র থেকে পরিপূর্ণত লাভ করে।  শুধু তাই নয় একটি পাড়া কেন্দ্রে গেলে সে পাড়া বা গ্রামের অবস্থান বা পুরো চিত্র জানা যায়। সব মিলিয়ে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তারা আরো বলেন সরকার এই প্রকল্পের গুরুত্ব দিয়েছেন বলে স্থায়ী পাড়া কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত