মহালছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

Published: 22 Oct 2018   Monday   

খাগড়াছড়ির মহালছড়িতেও “পথ যেন শান্তির হয়, মৃত্যুর নয়” শ্লোগানকে সামনে রেখে  সোমবার পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

 

সকাল ১১টায় একযোগে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, মহালছড়ি এপিবিএন স্কুল এন্ড কলেজ, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ পৃথক পৃথক ভাবে র‌্যালী ও মানব বন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি প্রতিটি র‌্যালী ও মানব বন্ধনে ঘুরে ঘুরে অংশগ্রহন করতে দেখা গেছে।

 

র‌্যালী ও মানব বন্ধনে শিক্ষার্থীদের হাতে ব্যানার, নিরাপদ সড়ক সম্বলিত বিভিন্ন পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে কর্মসূচী পালন করেছে।

 

মানব বন্ধনে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারাদেশে এ দিবসটি পালনের মধ্য দিয়ে দেশের সকল প্রকার সড়ক যেন নিরাপদ হয়। পাশাপাশি সরকারের এ উদ্যেগ যাতে সফল হয় এবং নিরাপদ সড়ক বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত