বিলাইছড়িতে বন আইন ও সামাজিক বনায়ন প্রশিক্ষণ শুরু

Published: 21 Oct 2018   Sunday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় রোববার থেকে দু’দিন ব্যাপী বন আইন ও সামাজিক বনায়নের উপর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) অর্থায়নে এবং আলিখিয়াং রেঞ্জ, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, বিলাইছড়ি উপজেলা বাস্তবায়নে দু-দিনের এই প্রশিক্ষণের আয়োজন করেছে বিলাইছড়ি উপজেলা পরিষদ।


১নং বিলাইছড়ি ইউপি ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, উপজেলা পরিবেশ এবং বন উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এম,পি প্রতিনিধি টিপু চাকমা। রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা। প্রশিক্ষণে মোট ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত