কর্ণফুলীতে নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি

Published: 25 Oct 2018   Thursday   

কর্নফুলি নদীতে গোসল করতে গিয়ে রিয়া আক্তার(৭) নামে এক শিশু কর্নফুলি নদীতে তলিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে  বুধবার দুপুরে কর্ণফুলী নদীর চিৎমরম কিয়াং ঘাটে। সে কিয়াং ঘাটের চা- দোকানী ওবাইদুল্লার শিশু কন্যা।

 

নিখোঁজ রিয়ার পিতা ওবাইদুল্লা  ও মা রুবি আক্তার  জানান, দুপুরে মেয়ে রিয়া কর্নফুলি নদীতে একা গোসল করতে নামে। অনেক খোঁজাখুজির পর মেয়েকে কোথাও না পেয়ে নৌ- বাহিনীকে খবর দেওয়া হয়।এদিকে, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল,  কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,  চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসা অং মারমা, ইউপি সদস্য সজিবুর রহমান, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরইমধ্যে নৌ- বাহিনীর লেফটেনেন্ট কবিরের নেতৃত্বে নৌ ডুবুরি দল রাত প্রায় ৮ টা পর্যন্ত টানা কর্নফুলি নদীর আশেপাশে উদ্ধার তৎপরতা চালালেও নিঁখোজ রিয়া আক্তারকে খুঁজে পায়নি।

 

উদ্ধার অভিযানে তদারকিতে আসা কাপ্তাই নৌ -বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের নির্বাহী কর্মকর্তা কমান্ডার হুমায়ন জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল হতে আবারোও উদ্ধার তৎপরতা চালানো হবে।  কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এবং ইর্উপি সদস্য সজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নদীর তীরে বসবাসকারী সকলকে তাদের শিশুদের ব্যাপারে যত্নবান হতে হবে, নইলে এধরনের দূর্ঘটনা আরোও ঘটতে পারে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত