ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ নির্বাচন ২৭ অক্টোবর

Published: 26 Oct 2018   Friday   

ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ ( ডিকেআইবি ) এর নির্বাচন ২৭ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয়, অঞ্চল ও জেলা পার্যায়ে নির্বাহী কমিটির জন্য পৃথক তিনটি ব্যালটে আজ সারা দেশে একযোগে ভোট গ্রহন করা হবে।
রাঙামাটি জেলা পর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন ( ডিকেআইবি ) রাঙ্গামাটির বনরূপাস্থ কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।


রাঙামাটির ১০ উপজেলার কৃষি বিভাগের ১৪৩ জন ডিপ্লোমা কৃষিবিদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রাঙামাটির ডিপ্লোমা কৃষিবিদ তাওফিক হোসেন কবীর জেলা পর্যায়ে রির্টানিং অফিসার হিসাবে এবং ডিপ্লোমা কৃষিবিদ সুস্বাদ চাকমা পার্বত্য অঞ্চল পর্যায়ে নির্বাচন পরিচালনা করবেন।


রাঙামাটি জেলা পর্যায়ে নির্বাহী কমিটির জন্য সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহম্মেদ ও সুব্রত চৌধুরী দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। পার্বত্য অঞ্চল পর্যায়ে জন্য সভাপতি পদে অনুপ কুমার দত্ত ও দীপায়ন বড়–য়া দুই জন প্রতিদ্বন্ধিতা করছেন।

 

জেলা পর্যায়ে নির্বাহী কমিটির ১৭ টি পদ,পার্বত্য অঞ্চল পর্যায়ে ১১ টি পদ ও কেন্দ্রীয় পর্যায়ে ৩৮ টি পদ রযেছ্।ে
রাঙামাটি জেলা ও পার্বত্য অঞ্চল পর্যায়ে নির্বাহী কমিটির অন্যান্য পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় ভোট হচ্ছেনা। পদগুলোতে একক প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন।  আর কেন্দ্রীয় পর্যায়ে ৩৮ টি পদে তিনটি প্যানেলে সবগুলো পদে প্রতিদ্বন্ধি প্রার্থী থাকায় ভোট গ্রহন হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত