রাঙামাটিতে প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির কার্যক্রম উদ্বোধন

Published: 28 Oct 2018   Sunday   

প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে ৭৫ জন প্রবীন ব্যক্তিকে সোমবার বয়স্ক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম শফি কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুমনী আক্তার, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, সিআইপিডির প্রধান নির্বাহী কর্মকর্তা জনলাল চাকমা।

 

এ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রবীন ব্যাক্তিরা প্রতি মাসে ৬শ টাকা করে ভাতা পাবেন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশান (পিকেএসএফ) ও সিআইপিডি এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত