রাঙামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালী ও আলোচনা সভা

Published: 30 Oct 2018   Tuesday   

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী  মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বহিী কর্মকর্তা ছাদেক আহমেদ। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মো: জানে আলম,মনোয়ারা বেগম ও রাঙামাটি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষ প্রসাদ মল্লিক।

 

এর আগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।র‌্যালীতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

 

সভায় বক্তারা বরেন, পার্বত্য জেলা রাঙামাটির ৫৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ১১১ টি ওয়াশ ব্লক ও টয়লেট স্থাপন করা হয়েছে বলে।  রাঙামাটির বিভিন্ন এলাকা দুর্গম হওয়ার কারনে জাতীয় সূচক অনুযায়ী এখনও অনেক এলাকা স্যানিটেশন ব্যবস্থার আওতায় আসেনি। বক্তারা আরো বলেন, বর্তমানে যেসব স্যানিটেশনের যেসব প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কাজ সম্পন্ন হলে পার্বত্য জেলা রাঙামাটি পুরোপুরি স্যানিটেশন ব্যবস্থার আওতায় চলে আসবে।

 

উল্লেখ্য,জনস্বাস্থ্য প্রকৌশলীর উর্ধ্বতন কর্মকর্তরা জািনয়েছেন বর্তমানে ২৫ টি প্রকল্প চলমান রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত