নির্বাচনে রাঙামাটি আসনে দলীয় মনোনয়ন না দিলে আওয়ামীলীগের রাজনীতি ধ্বংস হয়ে যাবে

Published: 30 Oct 2018   Tuesday   

রাঙামাটি জেলা ছাত্রলীগের প্রাক্তন সদস্যদের পূর্ণমিলনী অনুষ্ঠান  মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনষ্টিটিউট প্রাঙ্গণে পূর্ণমিলনীর অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

আর আগে রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রলীগের এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এনামুল হক শামিম র‌্যালীর নেতৃত্ব দেন। ছাত্রলীগের প্রাঙ্গন ও বর্তমান সদস্যরা র‌্যালীতে অংশ নেন। শোভাযাত্রা পরবর্তী ওই স্থানে দলীয় ও দেশের পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিকেল থেকে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং  র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

 

পূর্ণমিলনী কমিটির আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা অংশুছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকরা। অনুষ্ঠানে জেলা অওয়ামীলীগ ও জেলা  ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দলের প্রবল বিরোধীতা সত্ত্বেও বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামীলীগ আজ পার্বত্য তিন জেলায় বৃহৎ রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আওয়ামীলীগের প্রতি চরম বিরোধীতা এখনো চলমান। এই বিরোধীতাকারীরা এখন আগামী সংসদ নির্বাচনে বাম রাজনৈতিক দলের ছায়ায় আশ্রয় নেয়ার চেষ্টা করছে।

 

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না দিয়ে বাম দলকে দেয়া হলে তার পরিণতি হবে অত্যন্ত খারাব। যে কারণে পাহাড়ে আগামীতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের রাজনীতি ধ্বংস হয়ে যাবে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

 

কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন- জননেত্রী শেখ হাসিনা তার সুদৃঢ় নেতৃত্বেও কারণে বাংলাদেশ এগিয়ে গেছে বহুদূর। বিশ্বময় আজ বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ছে। তাই প্রধানমন্ত্রী তথা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হলে দিন-রাত দলের জন্য, দেশের জন্য কাজ করতে হবে বলে নেতা-কর্মীদের উদ্দেশ্য জানান দেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত