জুরাছড়িতে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক র‌্যালী ও সাংস্কৃতিক উৎসব

Published: 30 Oct 2018   Tuesday   

সারা দেশের ন্যায় পার্বত্য জনপদও উন্নয়নে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অবহ্যত রাখতে সম্মিলিত ভাবে সম্প্রীতি বন্ধন অক্ষত রাখতে হবে।

 

মঙ্গলবার সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুরাছড়ি উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে আয়োজিত সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব উদ্ভোধন কালে জুরাছড়ি জোনের উপ অধিনায়ক মেজর ইয়াসির সারোয়াত একথা বলেন।


উপজেলা মিনা মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমাসহ হাজারো দর্শনার্থী উপস্থিত ছিলেন।


এর আগে সকালে উপজেলা র‌্যালী বের করা হয়। উপজেলা পরিষদ থেকে শুরু করে যক্ষা বাজার প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়।


সন্ধ্যায় রাঙামাটির স্থানীয় নৃত্য ও শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক উৎসবে মানুষের ঢল নামে। অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ একটি বাড়ী একটি খামার, ডিজিটেল বাংলাদেশ, নারী ক্ষমতায়ন, কমিনিউটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, শিক্ষা সহায়তা কার্যক্রম, বিনীয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা এবং সরকারের জনকল্যানমূলক ও উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত